৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ০৯ জানু ২০২১ ১১:০১
সেলিম আহমেদ:- কুলাউড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের প্রচারণায় কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শনিবার ০৯ জানুয়ারি কুলাউড়া শহরে নির্বাচনী প্রচারণাকালে অংশ নেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান, সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি খোরশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক গৌরা দেসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, কুলাউড়া পৌরসভার উন্নয়ন চাইলে নৌকার কোন বিকল্প নাই। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
Helpline - +88 01719305766