গোলাপগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ জানু ২০২১ ০৬:০১

গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে ধর্ষন মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় (লেচু বাগান) নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ রায়গড় এলাকার আকিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও একই এলাকার আমরজ আলীর ছেলে আফজাল আহমদ (৩০)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৮) রয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ