ছাতকে আইডিয়াল সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:বুধবার, ০৬ জানু ২০২১ ০৯:০১

ছাতক প্রতিনিধি:-  ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কপলা বাজারস্থ সামাজিক উন্নয়নমূলক সংগঠন আইডিয়াল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজি রেজিয়া নুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ৬০জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
পরিষদের সভাপতি সাইদুর রহমান সাইদ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল বাশার। মাওলানা মিজানুর রহমানের কুরআন তেলাওয়াত ও মাওলানা আনোয়ার হোসাইন (বিএ, অনার্স, এমএ) এর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী  আবু মুছা।
বক্তব্য রাখেন, মুরব্বী আরজু মিয়া, কাজি রেজিয়া নুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মুন্সি জামাল উদ্দিন, মো. সোরাব আলী, হোসাইন আহমদ, হাফিজ শাহিন আহমদ,  হাফিজ আতিকুর রহমান, ছাত্রনেতা সুলাইমান আহমদ, ছাদিক আহমদ, সাইফুর রহমান, সাদিকুর রহমান, আল আমিন, জামিল আহমদ, সুফিয়ান আহমদ, ছাব্বির আহমদ, জাকির হোসেন, তুফায়েল আহমদসহ প্রমুখ।
প্রসঙ্গত, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য-সহযোগিতা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে কপলা বাজারস্থ আইডিয়াল সমাজ কল্যাণ পরিষদ গঠন করা হয়। তারই ধারাবাহিকতা স্থানীয় শীতার্ত মানুষের কল্যাণে উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

এ সংক্রান্ত আরও সংবাদ