কোর্ট পয়েন্ট-চৌহাট্টায় রিক্সা চলাচলের দাবিতে ব্যবসায়ীদের গণস্বাক্ষর

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ জানু ২০২১ ০৮:০১

সুরমাভিউ:-  জিন্দাবাজারসহ আশপাশ এলাকা রিক্সা চলাচল বন্ধ হওয়ায় চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যাবসায়ীরা। তা নিরশন ও পূনরায় রিক্সা চলাচলের দাবিতে জিন্দাবাজর এলাকার বিভিন্ন মার্কেট বিপনী বিতান সহ সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক গনস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে।

৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ এ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মো. সাজুওয়ান আহমদ, মো. গোলাম মাসুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য মাসুদ খান, আবু বক্কর টিটু, মো. রুপম খান, হারুন লোদি, ফরহাদ চৌধুরী, অলিউর রহমান, মো. হাসিব, মো. তুরন, মো. মারুফ হোসেন, দেলওয়ার খাঁ, হাবিবুর রহমান, মো. রফু মিয়া, মো. ফয়জুর রহমান, মো. ঝুমা আহমদ, মাছুম জোয়ারদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ