নগর সাইনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০২ জানু ২০২১ ০৯:০১

সুরমাভিউ:- নগর সাইনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন মুক্তিযোদ্বারা বাংলাদেশের গর্ব। তাদের উৎসর্গের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলে বাংলাদেশ সম্মানিত হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উদ্বুদ্ধ করতে হবে।

গতকাল ২রা জানুয়ারি শনিবার বিকেল ৫ টায় সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটে নগর সাইনের সত্ত্বাধিকারী রাজু আহমদ চুনুর সভাপতিত্বে ও মোঃ কবির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবু তালিব মুরাদ।

 

সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুশ শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ কুটি মিয়া।

এসময় অতিথি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন ১নং মেল্লারগাঁও ইউ/পি চেয়ারম্যান ও সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার পক্ষে মোঃ আবুল মুনসুর, অসহায়দের পক্ষে মানবাধিকার উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম. এ আলী জালালাবাদী, সিটি বাণিজ্যিক ভবন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ খান টিপু, সিটি বাণিজ্যিক ভবন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, মা কম্পিউটার প্রেসের সত্ত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন,জাহান সাইনের সত্ত্বাধিকারী মুহম্মদ জসিম উদ্দিন ও দি কাসওয়া কম্পিউটারের সত্ত্বাধিকারী মাও. শফিকুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউজ এ ২৪ ডটকমের সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক রায়হান আহমদ রেহান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির এন. এম ময়না মিয়া, সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন, মাহবুব আলম, সোহাগ, নাহিদ এ.জে, নয়ন, নাঈম ও ইসতিয়াক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ